সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন

স্বামীকে রাজা হিসেবে গড়ে ‍তুলেছেন চমক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

গত বছরে মাত্র ৯ টাকা কাবিন ও ৯০০ টাকার শাড়িতে মাদরাসায় বিয়ে করেন ছোট পর্দার বর্তমান সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। বিয়ের পরে স্বামী আজমান নাসির সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করতে দেখা যায়।

সম্প্রতি রুকাইয়া জাহান চমক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ঘুরতে যাওয়ার কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে এ দম্পতিকে বেশ হাসিখুশি ভাবে দেখা গেছে। এবার আন্দামানে ঘুরতে গেছেন তারা।

শেয়ার করা ছবিতে দেখা যায়, ওয়েস্টার্ন পোশাকে চমক ভক্ত-অনুরাগীদের মাঝে ধরা দিয়েছেন। চোখে রোদ চশমা আর মিষ্টি হাসি যেন ভক্তদের মনে দাগ কেটেছে। কমেন্ট বক্সে নেটেজেনরা চমকের রূপের বেশ প্রশংসা করেছেন।

এদিকে ক্যাপশনে স্বামীকে নিয়ে লিখেছেন, ‘সে এখন আগের মতো শুধু একজন মানুষ না তাকে এখন আমি রাজা হিসেবে গড়ে তুলেছি। আমার প্রিয় তোমার সঙ্গে অসংখ্য সূর্যাস্ত দেখবো। পাশাপাশি একসঙ্গে থাকবো, একসঙ্গে নিশ্বাস নিবো।’

উল্লেখ্য, ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সালে অভিনয় শুরু করেন। তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো- ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’ ইত্যাদি।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD