রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ সদস্য নিহত হয়েছেন। শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের জোদ গোসাইদাশ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ল্যান্স নায়েক যোবায়ের ও সাঈদ। গোদাগাড়ী থানার ওসি খায়রুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিজিবির পিকআপের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক সদস্য নিহত হন। অপরজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ওসি বলেন, বিজিবির পিকআপটিতে ২১ জন সদস্য ছিলেন। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানান তিনি।
লাইটনিউজ/এসআই