শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

হানিমুনের ছবি প্রকাশ, তাহসানের স্ত্রীর সৌন্দর্যে ম্লান সমুদ্র!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বিয়ের দিন কয়েক পর স্ত্রী রোজা আহমেদকে নিয়ে হানিমুনে মালদ্বীপ উড়ে গেছেন তাহসান খান। মধুচন্দ্রিমা কেমন কাটছে প্রিয় তারকার কৌতূহলী অনুরাগীরা। তা মেটালেন রোজা।

নিজের ফেসবুকে মালদ্বীপ থেকে বেশকিছু ছবি প্রকাশ করেছেন রোজা। সেখানে দেখা গেছে লাল রঙয়ের স্লিভলেস গাউনে রোজা যেন টুকটুকে পরী। অন্যদিকে কখনও তাহসানের বুকের দেয়ালে হেলান দিয়েছেন আবার কখনও তাকিয়েছেন সৈকতের পানে। তার সৌন্দর্যে যেন সমুদ্রও ম্লান।

এদিকে তাহসানের পরনে হাফপ্যান্ট এবং গায়েও চাপিয়েছেন মিষ্টি রঙয়ের শার্ট। মধুচন্দ্রিমায় স্ত্রীর সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের সঙ্গে মিলিয়েই যেন বেছে নিয়েছেন মিষ্টি রঙয়ের জামা।

সেসব ছবি ও ভিডিও দেখে আপ্লুত অনুসারীরা। একজন লিখেছেন, আজীবন এভাবে থেকো দুজন। অন্য একজন লিখেছেন, প্রিয় দুই মানুষ একসঙ্গে। অসম্ভব সুন্দর হয়েছে ছবিগুলো।

বছরের শুরুতেই গাঁটছড়া বাঁধেন তাহসান। তার স্ত্রী রোজা জনপ্রিয় মেকআপ আর্টিস্ট। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করছেন। পড়াশোনা শেষ করে তিনি কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং নিউইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠা করেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD