মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

হার্টে ব্লকের মাত্রা কত হলে রিং পরাতে হয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০

হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লকের সমস্যায় অনেকে ভুগে থাকেন। এ সমস্যায় জটিল হলে রক্ত চলাচল স্বাভাবিক করতে রোগীকে রিং পরাতে হয়।
হৃৎপিণ্ডের রক্তনালিতে ব্লকের মাত্রা কত হলে রোগীকে রিং পরাতে হয় তা আমরা অনেকে জানি না। এ বিষয়ে আজ আপনাদের জানাব।

হৃৎপিণ্ডে কতগুলো রক্তনালি আছে?

হৃৎপিণ্ডে মূলত তিনটি প্রধান রক্তনালি এবং এ তিনটি রক্তনালির অনেক শাখা-প্রশাখা আছে। হৃৎপিণ্ডে ডানপাশে থাকে ডান করোনারি ধমনি RCA এবং বামপাশে একটি অনেক বড় রক্তনালি থাকে যাকে বাম প্রধান ধমনি বলে যা বিভক্ত হয়ে দুটি বড় রক্তনালিতে পরিণত হয়, যাদের বাম ইন্টেরিয়র ডিসেন্ডিং ধমনি (LAD) এবং বাম সারকামফ্লেক্স ধমনি (LCX) বলে।

ব্লকের মাত্রা কত হলে সাধারণত রিং লাগাতে হবে?

ব্লকের মাত্রা ৭০ ভাগের বেশি হলে রিং লাগানো বা প্রয়োজনে বাইপাস অপারেশনের প্রয়োজন।

হৃৎপিণ্ডের ব্লকের ওষুধ চিকিৎসা কতটুকু কার্যকরী?

হৃৎপিণ্ডের ব্লকে যদি রিং চিকিৎসা বা বাইপাস সার্জারি করা না হয় অথবা রিং চিকিৎসা ও বাইপাস সার্জারি পর্যাপ্ত চিকিৎসা না হয়, (IncompleteRevasculari“ation) তবে ওষুধ চিকিৎসা অবশ্যই অনেক কার্যকরী চিকিৎসা। এতে আস্তে আস্তে রোগীর বুকের চাপ বা ব্যথার পরিমাণ বা মাত্রা কমে, রোগীর জিহ্বার নিচে বুকে ব্যথার জন্য স্প্রে দেয়ার প্রয়োজনীয়তা কমে, রোগী আস্তে আস্তে আগের চেয়ে বেশি পরিমাণে ও বেশি দূর পর্যন্ত হাঁটতে ও বেশি পরিশ্রম করতে পারেন বুকে চাপ ছাড়াই, হৃৎপিণ্ডের কার্যক্ষমতা বাড়ে (EF), হার্ট ফেইলিয়র থাকলে তা উন্নতি হয়।

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD