আন্তর্জাতিক ডেস্ক : করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাসপাতাল ছেড়েছেন। তিনদিন চিকিৎসাধীন থাকার পর স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউজে ফেরেন তিনি।
কোভিড নেগেটিভ না হলেও তার শারীরিক অবস্থা ভালো রয়েছে জানিয়েছেন চিকিৎসকরা। ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টার থেকে মেরিন ওয়ান হেলিকপ্টারে করে হোয়াইট হাউজে পৌঁছান ট্রাম্প।
জানা গেছে, বাড়িতে বসেই বাকি চিকিৎসা নেবেন তিনি। হাসপাতাল ছাড়ার আগে টুইট বার্তায় শিগগিরই নির্বাচনী প্রচারণায় ফেরারও কথাও জানান তিনি।
গত ১ অক্টোবর নিয়মিত পরীক্ষায় সংক্রামক কোভিড-১৯ শনাক্ত হয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়ার শরীরে। এরপর গেলো কয়েকদিনে ট্রাম্পের প্রেস সচিবসহ হোয়াইট হাউজের ১২ শীর্ষ কর্মকর্তা এবং আরও বেশ কয়েকজন কর্মী কোভিড পজেটিভ হন।
ধারণা করা হচ্ছে, হোয়াইট হাউজের রোজ গার্ডেনে হওয়া বৈঠক থেকে সংক্রমিত হয়েছেন বেশিরভাগ কর্মকর্তা।