গেলো ১৫ বছরের মধ্যে ১০ বছরই কর দেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬-১৭ সালে দিয়েছেন মাত্র সাড়ে ৭শ’ ডলার কর।
রোববার জনপ্রিয় মার্কিন সংবাদপত্র ‘নিউইয়র্ক টাইমস’ প্রকাশ করে এ অনুসন্ধানী প্রতিবেদন। তাতে বলা হয়, ২০১৮ সালে ৪৩৫ মিলিয়ন ডলার বার্ষিক আয় থাকলেও; কর ফাঁকি দেয়ার জন্য ৪৭ মিলিয়ন ডলারের বেশি লোকসান দেখিয়েছেন ট্রাম্প। সে সময়, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে দুটি গলফ রিসোর্ট এবং হোটেল ব্যবসায় ধস নেমেছিলো- এমন দাবি ট্রাম্প পরিবারের।
অবশ্য, সংবাদটিকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে অভিযোগ উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, প্রত্যেক বছরই সময়মতো কর পরিশোধ করা হয়েছে; ট্যাক্স রিটার্নের নথিপত্র এলেই সেটি প্রকাশ পাবে। তার অভিযোগ, নির্বাচনকে সামনে রেখেই চালানো হচ্ছে এসব প্রোপাগাণ্ডা।
লাইটনিউজ