বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

১৭ লাখের বেশি মানুষ এখন করোনামুক্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২০

মহামারী করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এরইমধ্যে মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন বিশ্বের ৩ লাখের বেশি মানুষ। আক্রান্ত ছাড়িয়ে গেছে ৪৫ লাখ। সুখবর হচ্ছে ১৭ লাখের বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন।তারা এখন বাঁচার নতুন স্বপ্ন বুনছেন।

করোনাভাইরাসে প্রাণহানি ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার বেলা ১ টা করোনায় তিন লাখ ৩ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে।আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২৭ হাজার ৮১৫ জন।তাদের মধ্যে বর্তমানে ২৫ লাখ ১৭ হাজার ৭৬৯ জন চিকিৎসাধীন এবং ৪৫ হাজার ৫৬০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছে অনেক মানুষ। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১৭ লাখ ৩ হাজার ৭৪২ জন সুস্থ হয়ে উঠেছে।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে তিন লাখ ১৮ হাজার ২৭ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৮৬ হাজার ৪৮০ জন, জার্মানিতে এক লাখ ৫০ হাজার ৩০০, ইতালিতে এক লাখ ১৫ হাজার ২৮৮, তুরস্কে এক লাখ চার হাজার ৩০, ইরানে ৯০ হাজার ৫৩৯, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ২০৯, ব্রাজিলে ৭৯ হাজার ৪৭৯ এবং ফ্রান্সে ৫৯ হাজার ৬০৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এছাড়া, রাশিয়ায় ৫৩ হাজার ৫৩০, কানাডায় ৩৬ হাজার ৯১, সুইজারল্যান্ডে ২৭ হাজার ১০০, মেক্সিকোয় ২৮ হাজার ৪৭৫, অস্ট্রিয়ায় ১৪ হাজার ৪০৫, বেলজিয়ামে ১৪ হাজার ১১১, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৮২১, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৩০১ এবং মালয়েশিয়ায় পাঁচ হাজার ৩৫১ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ১৭ ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD