স্টাফ রিপোর্টার : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১ জনের। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৯৬৯ জন। নমুনা সংগ্রহ হয়েছে ৬৮৪৫টি। পরীক্ষা হয়েছে ৬৭৭৩টি। করোনা টেস্ট করার মোট ল্যাব এ পর্যন্ত ৩৮টি।
মঙ্গলবার (১২ মে ২০২০) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।
সংস্থাটির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা শহরে মোট আক্রান্তের সংখ্যা ৭২৭৫ জন। যা গত সোমবার ছিল ৬৬৫৯ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১০০ জন। গত ১০ মে সোমবার চট্টগ্রাম বিভাগে মোট করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ছিল ৬৯৩ জন। বিভাগটির চট্টগ্রাম জেলাতেই ছিল সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। মাত্র ১ দিনের ব্যবধানে আজ মঙ্গলবার জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় এই বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ জন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
লাইট নিউজ