গরুর অভাবে লালমনিরহাটের ছয়ফুল ইসলাম ও মোর্শেদা বেগম দম্পতি গত ২৫ বছর ধরে তেলের ঘানি টানছেন। প্রতিদিন পাঁচ-ছয় ঘণ্টা ঘানি টানার পর উৎপাদিত তেল ও খৈল বিক্রি করে তিন সন্তানসহ পাঁচ জনের সংসার চালান এই দম্পতি।
গত বুধবার (৯ সেপ্টেম্বর) বিভিন্ন গণমাধ্যমে ছবিসহ এমন নিউজ দেখে ছয়ফুল ও মোর্শেদা দম্পতিকে গরু উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গরুর রক্ষণাবেক্ষণ ও ঘানি মেরামতের জন্য ১০ হাজার টাকাও দেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লালমনিরহাটের জেলা প্রশাসক একটি গরু ও ১০ হাজার টাকা ছয়ফুল ইসলামকে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর সহযোগিতা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ছয়ফুল ও মোর্শেদা দম্পতি।
ছয়ফুল ইসলাম ও মোর্শেদা বেগম দম্পতির বাড়ি লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
ছয়ফুল ইসলাম জানান, প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা ঘানি টেনে যে তেল ও খৈল তৈরি হয় তা বিক্রি করে প্রতিদিন ২৫০-৩০০ টাকা আয় হত। যা দিয়ে কোনোরকম সংসার চলত। তবে প্রধানমন্ত্রীর উপহার পাওয়ার পর এই অবস্থার পরিবর্তন হবে বলে আশা করছি।
লাইটনিউজ