মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ পূর্বাহ্ন

২৬ বছর পেরিয়ে নাইম-শাবনাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২০

নাইম ও শাবনাজ ঢাকাই ছবির একসময়ের জনপ্রিয় জুটি। ছবিতে অভিনয় করতে গিয়ে পরিচয়, এরপর প্রেম এবং পরিণয়। সেই থেকে ২৬ বছর একই ছাদের নিচে কাটিয়ে দিয়েছেন এ তারকা দম্পতি। এখন অবশ্য অভিনয়ে নেই তারা। কিন্তু সিনেমাসংশ্লিষ্ট বেশ কিছু অনুষ্ঠানে ঘনিষ্ঠদের আমন্ত্রণে এখনও তাদের দেখা যায়। যদিও সিনেমায় ফেরার কোনোই পরিকল্পনা নেই দু’জনের। দুই কন্যা সন্তান ও সংসার নিয়েই তাদের যাবতীয় ব্যস্ততা। আজ বিবাহিত জীবনের ২৬ বছর পেরিয়ে ২৭ বছরে পা দিয়েছেন এ তারকা দম্পতি। তবে করোনার কারণে দিনটি ঘিরে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানালেন শাবনাজ। ঘরোয়াভাবেই দিনটি কাটাবেন বলে জানিয়েছেন তিনি।

শফিউল আলম পরিচালিত ‘বিষের বাঁশি’ ছবিতে অভিনয় করতে গিয়েই নাইম ও শাবনাজের প্রেমের সম্পর্কের গভীরতা বাড়ে। এ ছবিতে অভিনয় ও দাম্পত্য জীবন প্রসঙ্গে নাইম বলেন, ‘এ ছবিতে শাবনাজের চরিত্রের নাম ছিল ময়না। তখন থেকে আজ অবধি তাকে আমি ময়না বলেই ডাকি। আল্লাহর রহমতে আমরা বেশ ভালো আছি।’

শাবনাজ বলেন, ‘আল্লাহর অশেষ রহমত যে, নাইমের মতো পরিপূর্ণ একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। আমরা সুন্দর একটি জীবন গড়েছি, সুখী একটি পরিবার গড়েছি। বাকি জীবনও যাতে এভাবেই কাটাতে পারি- এটিই চাওয়া।’

লাইটনিউজ

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD