দুই মাসেরও বেশি সময় পর খুলে দেয়া হচ্ছে রাজধানীর জনপ্রিয় শপিংমল নিউমার্কেট। তবে করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেশ কিছু বিধিনিষেধ থাকছে।
নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম শাহীন সেই তথ্যই দিলেন। তিনি বলেন, রোববার সকালে নিউমার্কেটের চারটি ফটকের তিনটি খুলে দেয়া হবে।এছাড়া চাঁদনী চক, চন্দ্রিমা সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতনও এই সপ্তাহে খুলে দেয়া হবে।
করোনা প্রাদুর্ভাব ঠেকাতে গত ২৫ মার্চ সারাদেশে লকডাউন চালু হয়। তার কয়েকদিন আগেই বন্ধ হয়ে যায় নিউমার্কেট।
পরবর্তীতে ঈদ কেন্দ্র করে মার্কেট খুলতে সরকার অনুমতি দিলেও ঝুঁকি নিতে চাননি ব্যবসায়ীরা।
সংক্রমণের একটি কঠিন সময় অতিক্রম করছি জানিয়ে ব্যবসায়ী নেতা শাহীন বলেন, জীবন-জীবিকার তাগিদে ঝুঁকি জেনেও মার্কেট চালু করার মতো কাজটি করতে হচ্ছে। তবে আমরা বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছি।চন্দ্রিমা সুপার মার্কেটের দোকান মালিক সমিতির সভাপতি মনজুরুল ইসলাম মনজু বলেন, আগামী বুধবার থেকে তারা মার্কেট খোলার চিন্তা করছেন। মঙ্গলবার সপ্তাহিক ছুটি থাকায় তার আগে চালু করার চিন্তা নেই তাদের।তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমাদের মার্কেট বন্ধ। যারা ঈদকে সামনে রেখে দোকানে পণ্যের সমাবেশ করেছিলেন; তাদের অধিকাংশই ব্যাংকঋণের কবলে।বেচাকেনা না চললেও সেই ঋণ পরিশোধের একটা চিন্তা সবার মাথায় রয়েছে বলে তিনি জানান।
মনজু বলেন, দৈনন্দিন জীবন চালানোরও খরচ রয়েছে। দোকান কর্মচারীরাও রয়েছে আর্থিক সঙ্কটে। এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকির বিষয়টি পরিষ্কার হলেও বাধ্য হয়ে দোকান খুলছেন অনেকে।ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক ব্যবহারের নির্দেশনা আছে। তবে নিউমার্কেটের প্রধান দুটি ফটকে সমিতির পক্ষ থেকে দুটি করে মাস্কের দোকান বসানো হবে।মাস্ক ছাড়া যারা এসে পড়বেন, তারা যাতে সেখান থেকে মাস্ক কিনে ভেতরে ঢুকতে পারেন– তা নিশ্চিত করতেই এমন ব্যবস্থা নেয়া হয়েছে। এর বাইরেও বেশ কিছু মাস্কের দোকান থাকবে ভেতরে।
ব্যবসায়ী নেতা শাহীন বলেন, আমরা আলোচনা করে দেখলাম, আগে কখনও একটানা এতদিন বন্ধ ছিল না নিউমার্কেট। ১৯৫৪ সালে চালু হওয়া এই মার্কেট এই প্রথম টানা দুই মাস বন্ধের কবলে পড়েছে।তিনি জানান, দিন দিন কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই সময়টা সত্যিকার অর্থে টাফ টাইম।
‘তবুও জীবিকার তাগিদে দীর্ঘদিন অপেক্ষার পর আমরা মার্কেট খুলে দিচ্ছি।’ শাহীন বলেন, দেখা যায় কী পরিস্থিতি দাঁড়ায়? সবাই যেহেতু খুলতেছে, এই মুহূর্তে আর কিছু করার নেই।
লাইট নিউজ/আই