ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দেবে গণঅধিকার পরিষদ (জিওপি)। এজন্য আগ্রহীদের কাছ থেকে সিভি চেয়েছে দলটি।
সোমবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে দলটি জানিয়েছে, গত ২ ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদের (জিওপি) উচ্চতর পরিষদের সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ (জিওপি) এককভাবে ৩০০ আসনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে একমত হয়েছে।
এই প্রক্রিয়ার অংশ হিসেবে গণঅধিকার পরিষদ (জিওপি) নামে নিবন্ধিত দলটির সকল পর্যায়ের নেতাকর্মীদের মধ্য থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করতে
আগ্রহী ব্যক্তিদের আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও যেই সংসদীয় আসনে প্রার্থিতা করতে আগ্রহী সেটি উল্লেখপূর্বক দলীয় কর্মকাণ্ডের বিস্তারিত বর্ণনাসমেত আবেদনপত্র কেন্দ্রীয় দফতর বরাবর জমা দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।
আবেদনের প্রেক্ষিতে দলীয় মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে উপযুক্ত সময়ে পর্যায়ক্রমে দলের চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।