রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৩ পূর্বাহ্ন

৩৫ বছর বয়সে ইউপি সদস্যের এসএসসি পাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

গাজীপুরের শ্রীপুরে ৩৫ বছর বয়সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. শামীম মৃধা। মহানগরীর পূবাইল পলিটেকনিক্যাল থেকে পরীক্ষা দিয়ে জিপিএ ৪.৪৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

শামীম মৃধা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামের আবুল হাসেম মৃধার ছেলে। তিনি মাওনা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

জানা গেছে, শামীম কওমি মাদরাসা থেকে ২০০৮ সালে হাফেজ হন। এরপর আলিয়া মাদরাসায় সপ্তম শ্রেণিতে ভর্তি হন। এক বছরের মাথায় ২০০৯ সালে অষ্টম শ্রেণিতে উন্নীত হয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে ব্যবসায় মনোযোগ দেন। গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মাওনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন।

শামীম মৃধা গণমাধ্যমকে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে এসএসসি পাশ সাটিফিকেট লাগবে এমন চিন্তা থেকে স্কুলে ভর্তি হয়ে ২০২৩ সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। মহান আল্লাহ আজ আমার আশা পূরণ করেছেন। আমি মনে করি বাংলাদেশে এমন একটি আইন বাস্তবায়ন করা উচিত, এতে করে আমার মতো সবাই এসএসসি পাশ করতে আগ্রহী হবে। শিক্ষিত লোকজন চেয়ারম্যান, মেম্বার হলে জনসাধারণও ভালো সেবা পাবে। এইচএসসিতেও ভর্তি হওয়ার আশা পোষণ করেন তিনি।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD