শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

৪৪ রানে অল-আউট নেদারল্যান্ডস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে ৪৪ রানে অল-আউট নেদারল্যান্ডস। টস জিতে ফিল্ডিং নেয় লঙ্কানরা। শুরু থেকেই ব্যাটারদের চেপে ধরে লঙ্কান বলাররা।

কলিন অ্যাকারম্যান একমাত্র ব্যাটার হিসেবে দুই অঙ্ক ছুঁয়েছে। ম্যাচে গোল্ডেন ডাক মেরেছেন চার ব্যাটার। ৪৪ রানের মধ্যে লঙ্কান বলার অতিরিক্ত রান হিসেবে দিয়েছে ৬ রান। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ১০ ওভারে ৪৪ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

শ্রীলঙ্কার হয়ে তিন ওভার বল করে ৯ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন ভানিন্দু হাসারাঙ্গা। লাহিরু কুমারাও নিয়েছেন তিন উইকেট। তবে তিনি ৩ ওভারে দিয়েছেন মাত্র ৭ রান।

এ ছাড়া ১ ওভারে ৩ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়েছেন মহীশ থিকশানা। দুশমন্ত চামিরা ১৩ রানে নিয়েছেন ১ উইকেট।

এর আগে, ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই শ্রীলংকার বিপক্ষেই ৩৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। বিশ্বকাপের ইতিহাসের সেটাই দলীয় সর্বনিম্ন রানের স্কোর। আজ দ্বিতীয় সর্বনিম্ন রানের লজ্জায় পড়ল ডাচরা।

শ্রীলঙ্কা একাদশ : পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, ভানুকা রাজাপাকসে, আভিষ্কা ফার্নান্ডো, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুনারত্নে, মহীশ থিকশানা, ভানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, চারিথ আসালাঙ্কা, লাহিরু কুমারা।

নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ওডাউড, স্টিফেন মাইবার্গ, বেন কুপার, কলিন অ্যাকারম্যান, বেস ডি লিডে, স্কট অ্যাডওয়ার্ডস, রোয়েলফ ফন ডার মারওয়ে, পিটার সিলার (অধিনায়ক), ফ্রেড ক্লাসেন, পল ফন মিকেরেন, ব্রেন্ডন গ্লোভার।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD