বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

৪৮ ঘণ্টায় ইসরায়েলের ৪৪ ড্রোন ধ্বংস করেছে ইরান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ জুন, ২০২৫

৪৮ ঘণ্টায় ইসরায়েলের ৪৪টি ড্রোন ধ্বংস করেছে ইরান। দেশটির সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে সীমান্ত এলাকাতেই এসব ড্রোন ধ্বংস করা হয়েছে।

রোববার (১৫ জুন) ইরানের বার্তা সংস্থা ইরনা ওই তথ্য দেয়।

ইরানের সীমান্ত ইউনিট নিয়ে প্রশংসা করেছেন ইরানের বর্ডার গার্ডস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আলী গৌদারজি। সীমান্ত রক্ষায় দেশটির প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি।

আলী গৌদারজি জানান, সীমান্তরক্ষী বাহিনী ইসরায়েলের ৪৪টি ড্রোন ইরানের আকাশসীমায় প্রবেশ করতে দেয়নি। তিনি বলেন, বর্ডার গার্ডস পুরোপুরি সতর্ক অবস্থায় আছে। তারা সন্ত্রাসী গোষ্ঠী, সশস্ত্র গোষ্ঠী ও পাচারকারীদের মতো সব শত্রুপক্ষকে কড়া সতর্কবার্তা দিয়েছে যে, ইরানের সীমান্ত নিরাপত্তার প্রতি যেকোনো ধরনের হুমকি চূড়ান্ত শক্তিমত্তা দিয়ে মোকাবিলা করা হবে।

আলী গৌদারজি আরও বলেন, ইরানের সব সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বর্ডার গার্ডস। তারা যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত। তবে এ নিয়ে ইসরায়েলের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

গত শুক্রবার ভোরে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। দেশটির পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করা হয়। এরই মধ্যে ইসরায়েলের হামলায় শীর্ষ একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইসরায়েলের হামলার পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ও ড্রোন হামলা চালায়। দুই পক্ষের সংঘর্ষ এখনও চলছে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD