বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন

অবাধ-সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

দেশের আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন সুইজারল্যান্ডের বিদায়ী রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড।

সাক্ষাতেই প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এবং আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, সরকার আইন প্রণয়নের পর সার্চ কমিটির মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করেছে।

আগামী নির্বাচনে বিদেশী পর্যবেক্ষক আসা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন তদারকি করতে বিদেশী পর্যবেক্ষকরা আসবেন এবং তারা স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবেন।

নির্বাচন কমিশনের স্বাধীনতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন এবং এর ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই এবং বাজেটের ওপরও নেই।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD