রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১০:০১ অপরাহ্ন

প্রশিক্ষণে এসে করোনায় আক্রান্ত ২২ বিচারক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২

রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে আসা ৭০ জন বিচারকের মধ্যে ২২ বিচারক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই আইসোলেশনে আছেন।

সোমবার (১৭ জানুয়ারি) বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপপরিচালক (যুগ্ম জেলা জজ) আবু হাসান খায়রুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘ইনস্টিটিউটে দুই মাসের বুনিয়াদি প্রশিক্ষণ নিতে আসেন ৭০ জন বিচারক। ৯ জানুয়ারি শুরু হয় ২ মাসের প্রশিক্ষণ। করোনার উপসর্গ দেখা দিলে ১৫ জানুয়ারি পাঁচজন বিচারকের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এতে ফলাফল পজিটিভ আসে। বাকি বিচারকদের পরের দিন করোনা পরীক্ষা করা হয়, তাঁদের মধ্যে ১৭ জনের ফলাফল পজিটিভ আসে। এ অবস্থায় ১৬ জানুয়ারি দুই মাসের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের কর্মকর্তারা জানান, করোনায় আক্রান্ত বিচারকরা চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। ইনস্টিটিউটে আইসোলশনে আছেন তাঁরা। প্রশিক্ষণ নিতে আসা অপর বিচারকরা ইনস্টিটিউট ছেড়ে গেছেন।

তাঁরা সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার বিচারিক কর্মকর্তা।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD