মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পূর্বাহ্ন

প্রাণ বাঁচাতে আরও ৪৬ বিজিপি সদস্য বাংলাদেশে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে চলা সংঘর্ষে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের বাংলাদেশে এসে আশ্রয় নেওয়া অব্যাহত রয়েছে।

গতরাতে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা দিয়ে আরও ৪৬ জন বিজিপি সদস্য আশ্রয় নিয়েছে বাংলাদেশে। এ নিয়ে গত তিন দিনে মিয়ানমার বিজিপির ৮০ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি হেডকোয়ার্টারের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামছড়ি সীমান্ত দিয়ে ৭ জন, চাকঢালা দিয়ে ৫ জন ও গোয়ালমারা দিয়ে ৩৪ জনসহ মোট ৪৬ জন বিজিপি গতরাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারের অভ্যন্তরে সরকারি জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে চলমান যুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে টিকতে না পেরে এসব বিজিপি সদস্যরা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। তাদেরকে নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বিজিবি কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, গত তিন দিনে ৮০ জন মিয়ানমার বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে নিরস্ত্রীকরণ করে বিজিবির তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বিভিন্ন সময়ে মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া বিজিপি বর্তমানে ২৬০ জন বাংলাদেশে অবস্থান করছেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD