রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

যে কারণে আইপিএলে ডাক পেয়েও খেলা হলো না শরিফুলের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আইপিএলের চলমান আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাই সুপার কিংসের জার্সিতে দুর্দান্ত ফর্মেও আছেন তিনি। ইতোমধ্যেই ৫ ম্যাচ খেলে ১০ উইকেট নেওয়া টাইগার এই পেসার আছেন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হওয়ার দৌড়েও।

আইপিএল খেলার জন্য মোস্তাফিজকে এ মে পর্যন্ত ছুটি দিয়েছে বিসিবি। এরপর দেশে ফিরে আসতে হবে তাঁকে। ফলে পুরো মৌসুমে খেলা হচ্ছে না তাঁর। এই অনাপত্তিপত্রের বেড়াজালে পড়েই এবারের আইপিএলে খেলা হল না আরেক টাইগার পেসার শরিফুল ইসলামেরও।

আজ ডিপিএলে আবাহনীর হয়ে ৪ উইকেট নিয়েছেন শরিফুল। জয়ের পর এক বেসরকারী টিলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল। কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স
করেনি। যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো। যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সেক্ষেত্রে চিন্তা করে এনওসিটা ওইভাবে চিন্তা করে দেওয়া হয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে খেলতেই দেশে ফেরানো হচ্ছে মোস্তাফিজকেও।

এদিকে লক্ষ্ণৌয়ের হয়ে আইপিএল খেলার সুযোগ হাতছাড়া করলেও শরিফুল জানিয়েছেন, ফর্ম থাকলে ভবিষ্যতে আরও সুযোগ পাবেন তিনি। শরিফুল বলেন, ‘ইনশাআল্লাহ ইচ্ছা তো আছে একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না
থাকে। আশা থাকবে ইচ্ছাও আছে, হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।’

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD