মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারালো অস্ট্রেলিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিশাখাপত্তনমের গ্যালারিভরা দর্শককে নিস্তব্ধতায় ডোবালেন অ্যালিসা হিলি। তার ঝোড়ো ১৪২ রানের মহাকাব্যিক ইনিংসে ভর করে নারী ওয়ানডে ইতিহাসে রান তাড়ার বিশ্বরেকর্ড গড়ে ভারতকে হারালো অস্ট্রেলিয়া।

নারী বিশ্বকাপে রোববার ৩৩১ রানের বিশাল লক্ষ্য অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছে ৩ উইকেট আর ১ ওভার হাতে রেখেই। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো অস্ট্রেলিয়া। অন্যদিকে টানা দ্বিতীয় হারে সেমির স্বপ্নে বড় ধাক্কা খেলো স্বাগতিক ভারত।

দুই রাত আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২৫২ রান ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছিল ভারত। এবার ৩৩০ রানের বিশাল স্কোরও রক্ষা করতে পারলো না হরমনপ্রীত কৌরের দল।

শেষ পর্যন্ত জয়ের ছক্কা মেরে ম্যাচ শেষ করেন এলিস পেরি, যিনি নিজের নারী আইপিএলের সতীর্থ স্নেহ রানার বল সোজা মাঠের বাইরে পাঠান।

অ্যালিসা হিলির ১৪২ রানের ইনিংসটিই জয় নিশ্চিত করে দেয় অস্ট্রেলিয়ার। ১০৭ বলের বিধ্বংসী ইনিংসে ২১টি চার আর ৩টি ছক্কা হাঁকান অসি অধিনায়ক।

আরেক ওপেনার ফোয়েবে লিচফিল্ড ৪০, অ্যাশলি গার্ডনার ৪৫ আর এলিসে পেরি ৪৭ করে অপরাজিত থাকেন।

এর আগে দুই ওপেনার প্রতিকা রাউল আর স্মৃতি মান্ধানা ওপেনিং জুটিতেই ১৫৫ রান তুলে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন। প্রতিকা ৯৬ বলে ৭৫ আর মান্ধানা খেলেন ৬৬ বলে ৮০ রানের মারকুটে ইনিংস। এছাড়া হারলিন দেওল ৩৮, জেমিমাহ রদ্রিগেজ ৩৩ আর রিচা ঘোষ করেন ৩২ রান।

অস্ট্রেলিয়ার এনাবেল সাদারল্যান্ড ৪০ রানে শিকার করেন ৫ উইকেট।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD