সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

‘সার্চ কমিটিতে সবাই আ.লীগের, নাম দেওয়ার প্রশ্নই আসে না’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সার্চ কমিটিতে যারা আছে সবাই আওয়ামী লীগের, সেখানে নাম দেওয়ার প্রশ্নই ওঠে না।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। সেখানে নাম দেওয়ার প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন।

তিনি বলেন, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তারা যে ইসি গঠন করবে তাদের অধীনে নির্বাচনে যাবে বিএনপি।

তিনি আরও যোগ করেন, এ সার্চ কমিটিতে যারা আছে সবাই আওয়ামী লীগের। তাদের দ্বারা যে কমিশন গঠিত হবে তারাও তাই হবে। আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের জন্য শেখ হাসিনা তা করেছেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD