বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৪৮ পূর্বাহ্ন

সূচকের বৃদ্ধির মুখ দেখলো পুঁজিবাজার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১০ এপ্রিল, ২০২২

বেশ কিছু দিন টানা দরপতনের পর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (১০ এপ্রিল) দেশের পুঁজিবাজারে লেনদেন শুরু হয়েছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৫ পয়েন্ট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৪২ পয়েন্ট। ডিএসইতে সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সময়ে ৩১৬টি প্রতিষ্ঠানের মোট ১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৮৮২টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৬৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৯০ কোটি ৮৩ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার। এর আগের দিন প্রথম আধা ঘণ্টায় লেনদেন হয়েছিল ৮২ কোটি ৬২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ৪২ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৫৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময়ে লেনদেন হয়েছে ৪ কোটি ১১ লাখ ৬৩ হাজার ১৪২ টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ কোটি ৯০ লাখ ৫০ হাজার ৮১৪ টাকার শেয়ার।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ২৬টির, আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD