মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

হজ যেতে নিবন্ধনের সময় শেষ, পূরণ হয়নি কোটা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

আগামী বছর হজে যেতে নির্ধারিত সময়ে নিবন্ধিত হয়েছে ৪৩ হাজার ৩৭৪ জন। রোববার রাত ১২টায় এ নিবন্ধন শেষ হয়।

তবে এখনও কোটার তিনভাগের একভাগ হজযাত্রীও নিবন্ধন করেননি। নিবন্ধনের সময় বাড়বে কি না, তা আজ সোমবার জানা যাবে বলে ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

এদিকে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) নিবন্ধনের সময় আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নিবন্ধনের বিষয়টি সৌদি আরবের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD