www.lightnewsbd.com
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের ধ্বংসযজ্ঞের কারণে এ বছর পাল্টে যাচ্ছে ক্যাথোলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে উৎযাপনের ধরন। পোপ ফ্রান্সিসের নেতৃত্বে এ বছর প্রায় ১০৩ কোটি ক্যাথোলিক খ্রিস্টান লকডাউনে থেকেই উৎসবটি পালন করবেন।
করোনার কারণে ইতোমধ্যে বিশ্বের বড় বড় চার্চ বন্ধ হয়েছে। ভ্যাটিকেন সিটিতে পোপ ফ্রান্সিসও ভিডিও কলের মাধ্যমে প্রার্থনা আদায় করছেন।
ভ্যাটিকেন সিটি এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে। অনলাইন যোগাযোগ মাধ্যমের সাহায্যে পোপ সবাইকে আশীর্বাদ ও দিক-নির্দেশনা দিচ্ছেন। এ অবস্থাকে তিনি খাচায় বন্দিদশার সঙ্গে তুলনা করেছেন।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিশ্ববাসীকে এ কারাবাসকালীন সময় সৃজনশীলতার মাধ্যমে অতিবাহিত করতে হবে। এ সময় ধর্মীয় কার্যক্রমেও বেশ পরিবর্তন আনতে হবে।
যার কারণে আগামী ১৯ তারিখ অনুষ্ঠিত হতে যাওয়া ইস্টার সানডেও এবার ভিন্নভাবে পালিত হবে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ক্যাথোলিক খ্রিস্টানরা অনলাইনভিত্তিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেই এ বছরের ইস্টার সানডে উৎযাপন করবেন।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৬ লাখের বেশি মানুষ। ভাইরাসটি কেড়ে নিয়েছে প্রায় ৯৭ হাজার মানুষের প্রাণ।