www.lightnewsbd.com
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীও দেশে করোনা মোকাবেলায় অবদান রাখলেন! তিনি নেই, কিন্তু তার চশমা নিলামে তুলে সেই অর্থ করোনা প্রতিরোধে ব্যয় করার ঘোষণা দেওয়া হয়েছিল পরিবারের পক্ষ থেকে। গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে চশমাটি বিক্রি হয় ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়।
দেশে করোনা মোকাবেলায় ক্রিকেটারদের অনেকেই তাদের প্রিয় ব্যাটটি নিলামে তুলেছেন। এসময় এগিয়ে আসলেন হুমায়ুন ফরিদীর একমাত্র মেয়ে শারারাত ইসলাম। ‘অকশান ফর অ্যাকশন’ নামের একটি ফেসবুক পেইজ থেকে নিলামের কার্যক্রম পরিচালনা করা হয়। শারারাত ইসলাম ছাড়াও এসময় নিলাম কার্যক্রমের লাইভে অংশ নেন অভিনেতা মিশা সওদাগর, আফজাল হোসেন, আফসানা মিমি, সাজু খাদেম ও ইরেশ জাকের।
গতকাল রাত ১১টায় শুরু হয় নিলাম। বিড শুরু হয় ১ লাখ টাকা থেকে। সেটা গিয়ে থামে ৩ লাখ ২৫ হাজার ১২ টাকায়। চশমাটি কিনে নেন হাঙ্গেরি প্রবাসী এক বাংলাদেশি। তাবে ওই ব্যক্তি তার নাম পরিচয় গোপন রাখতে অনুরোধ করেন। নিলামের পুরো অর্থ ব্যয় করা হবে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে।
লাইট নিউজ