www.lightnewsbd.com
লকডাউনের মাঝে মদের দোকান খুলে দেওয়ার বিরুদ্ধে সম্প্রতি সরব হয়েছেন ভারতীয় শোবিজের অনেক তারকা। তাদের মতে, মদপান পারিবারিক সহিংসতা বাড়িয়ে দেবে।
এর মধ্যে প্রশ্ন উঠেছে, লকডাউনের মধ্যে মদ কিনতে বেরিয়েছেন বলিউড অভিনেত্রী রকুল প্রীত সিং? অনলাইনে এমন একটি ভিডিও প্রকাশ পেতেই দ্রুত ভাইরাল হয়ে যায়।
ভিডিও’তে দেখা যাচ্ছে, একটি দোকান থেকে বেরিয়ে আসছেন রকুল প্রীত। লকডাউনের মধ্যে বলিউড অভিনেত্রী কীভাবে মদ কিনতে বেরোলেন, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। এমন অবস্থায় কথা বলতে বাধ্য হন ‘দে দে প্যায়ার দে’ নায়িকা।
তিনি জানান, কিছু ওষুধ কিনতে বাসা থেকে বের হয়েছিলেন। বলেন, “মেডিকেল স্টোরে মদ কিনতে পাওয়া যায় জানতামই না!”
অবশ্য প্রথমে ভিডিওটি দীপিকা পাড়ুকোনের নামে ছড়িয়েছিল।
লাইট নিউজ