www.lightnewsbd.com
বঙ্গোপসাগর দিয়ে পাচারের সময় ১৩ লাখ পিস ইয়াবাসহ একটি ট্রলার আটক করেছে র্যাব ১৫। গতকাল রোববার কক্সবাজারে ২ জনসহ এই ট্রলারটি আটক করা হয়। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর এটাই সবচেয়ে বড় ইয়াবা পাচারের চালান আটক করা হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদ আসে যে বঙ্গোপসাগর দিয়ে ইয়াবা পাচার হবে। এরপরই র্যাব গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এবং গতকাল রোববার ১৩ লাখ পিস ইয়াবাসহ ট্রলারটি আটক করে। এসময় ২ জনকে আটক করা হয়।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। দুপুরে কক্সবাজারে র্যাব ১৫ কার্যালয়ে এ সংক্রান্ত ব্রিফিং করা হবে।