www.lightnewsbd.com
রাজশাহীর চারঘাটে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার রাওথা এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার মাহাবুর রহমানের ছেলে মাহিম (৭) এবং রাওথা এলাকার শফিকুল হকের ছেলে রাহুল (৫)। মাহিম রাওথা এলাকায় নানা বাড়িতে থাকত।
মৃত মাহিমের নানা জিয়াউর রহমান জানান, সোমবার দুপুরের দিকে হঠাৎ করেই মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজ নিয়ে জানা যায় মাহিমের সঙ্গে প্রতিবেশী শফিকুলের ছেলে রাহুলেরও সন্ধান পাওয়া যাচ্ছে না। পরে বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয় নবীর উদ্দিনের পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য তজলুল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
লাইট নিউজ