“চিরপ্রস্তুতি”
খালিদ আহসান
=================মৃত্যু কড়া নাড়ে প্রতিদিন প্রতিক্ষণে,
দরজায় না, সবখানে।
আজরাইলের পদধ্বনি
অন্যের নাকে-মুখে !
অবিশ্বাস নিজ হাতে
অদৃশ্যের নিরুপায়ে
আকাশের দিকে চেয়ে
আল্লাহ’র নাম জ্বপে।তাও ভাল, করোনায়
প্রস্তুতি নেয়া যায়।
মৃত্যুর আগে, কখনো কি ভেবে
মানুষ নিয়েছে বিদায়?
করোনা দেখিয়েছে
বুঝিয়েছে; অদৃশ্যের শক্তিতে
মানুষ কতটা নিরুপায়।আসবে নতুন সময়
হাসবে পৃথিবী
শুরু হবে রোজগার,
মানুষ ভুলবে সবই
করোনার হাহাকার।
তখনও থাকবে মরণ
ভেনিসে আর ঢাকায়
মানুষ মাতবে তবু; ভাববে
কোথায় কি হয়েছে কবে কার!আবারও আসিবে যখন
মানুষ বুঝিবে তখন
চারদিকে শুরু হবে শোরগোল
পৃথিবী নিস্তব্ধ, অসহায়
উহানের মৃত্যু ভাসাবে ঢাকায়।