সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৫৬ অপরাহ্ন

এবার মাঝআকাশে দুই পাইলটের মারামারি, অতঃপর…

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

কয়েকদিন আগেই ৩৭ হাজার ফুট উঁচুতে বিমান চালানোর সময় ঘুমিয়ে পড়ে আলোচনায় এসেছিলেন দুই পাইলট। এবার ঘটল মাঝআকাশে দুই পাইলটের মারামারির ঘটনা। বিবিসি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

চলতি বছরের জুনে এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটলেও সম্প্রতি তা সামনে আসে বলে বিবিসি জানিয়েছে।
ওই ঘটনার পর দুই পাইলটকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সুইজারল্যান্ডের সংবাদমাধ্যম লা ট্রিবিউন জানিয়েছে, জুন মাসে জেনেভা থেকে প্যারিসের উদ্দেশ্যে এয়ার ফ্রান্সের একটি ফ্লাইটে পাইলট ও কো-পাইলটের মধ্যে হাতাহাতি হয়।

ককপিটে গোলমাল শুনে কেবিন ক্রুরা গিয়ে তাদের হাতহাতি থামান। বিমান নিরাপদে অবতরণ না করা পর্যন্ত একজন কেবিন ক্রু ককপিটেই অবস্থান করছিলেন বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

যদিও দুই পাইলটের মধ্যে এই হাতাহাতির ঘটনায় ফ্লাইটে কোনো সমস্যা হয়নি। বিমানটি নিরাপদেই অবতরণ করেছে।

গত মঙ্গলবার এয়ার ফ্রান্সের তদন্তকারী কর্তৃপক্ষ এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি সামনে আসে।

এর আগে চলতি মাসেই সুদানের খার্তুন থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাগামী ৩৭ হাজার ফুট উঁচুতে বিমান চালানোর সময় দুই পাইলটের ঘুমিয়ে পড়েছিলেন।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD