বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০২:০৬ অপরাহ্ন

অবশেষে খোঁজ মিললো বুবলির

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২০

 

বেশ কয়েক মাস থেকে আড়ালে চলে গেছেন শবনম ইয়াসমিন বুবলি। সোশ্যাল মিডিয়াতেও নেই বুবিল। গণমাধ্যমকর্মীরা বুবলির খোঁজ পাওয়ার চেষ্টা করেও পাননি। এবার নিজেই আড়াল থেকে উঁকি দিলেন ‘অহংকার’র নায়িকা।

তবে আড়াল ভেঙে নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বুবলিকে পাওয়া গেল। বেশ কয়েক মাস পর নতুন ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশন বিহীন ওই ছবিতে বুবলিকে কেমন তা কেবল তার ভক্তরাই বলতে পারবেন। যদিও এর আগে টুকটাক পোস্ট দিয়েছেন কিন্তু সেসব ছবি নতুন ছিল না।

বুবলি আড়ালে যাওয়ার পর থেকে বেশ গুঞ্জন চলছে শাকিব-বুবলি জুটিকে নিয়ে। একটি সূত্র বলছে, হয়তো আর কোনো ছবিতে দেখা মিলবে না শাকিব-বুবলির। আবার গুঞ্জন আছে বুবলি নাকি মা হওয়ার জন্যই দেশের বাহিরে গিয়েছেন! তবে খবর কতটা সত্য তা স্পষ্ট নয়।

নিন্দুকেরা বলছেন, অপুর পথেই হাঁটছেন বুবলি! অপুর মতোই সন্তান কোলে নিয়ে কোনো টিভিতে দেখা মিলবে বুবলির! এসব রসালো খবর কেবল গুঞ্জনই বলা চলে। তবে খবরের পেছনে আরো নতুন খবর থাকতে পারে। যেমন মেঘ কেটে গেলে আলো ফিরে আসে।

সম্প্রতি শাকিব খান প্রযোজিত ‘প্রিয়তমা’ ছবি থেকে বাদ পড়েন বুবলি। বিষয়টি জানান ছবিটির নির্মাতা হিমেল আশরাফ।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD