করোনাভাইরাস সবচেয়ে বেশি পেয়ে বসেছিল যেসব দেশকে, তার মধ্যে ইরান অন্যতম একটি। আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে দেশটিতে। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রায় দুই মাস পর আজ মঙ্গলবার খুলে দেওয়া হয়েছে সব মসজিদের দুয়ার। এর সপ্তাহখানেক আগে মুসল্লিদের জন্য নির্দিষ্ট কিছু মসজিদ খুলে দেওয়া হয়েছিল।
এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ইরানের ইসলামিক ডেভেলপমেন্টের পরিচালক মোহাম্মদ কউমি ১২ মে দেশের সব মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরআইবি এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে।
সংক্রমণ এবং মৃত্যু একদম কমে না গেলেও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছে ইরান। এক শহর থেকে আরেক শহরে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়েছে সব শপিংমল, দোকান-পাট। এছাড়া আগামী সপ্তাহে স্কুলও খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে।
সবশেষ খবর অনুযায়ী, ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৮৬ জন। মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৬৮৫। প্রায় সাড়ে ৮৭ হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ২ হাজার ৭০০ জন আছেন গুরুতর অবস্থায়।
লাইট নিউজ