রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:৩৮ অপরাহ্ন

করোনা পরীক্ষার করবে ১৩ বেসরকারি প্রতিষ্ঠান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২০

১৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ( হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার) কোভিড-১৯ পরীক্ষার অনুমতি দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাজধানী ঢাকায় ১১টি এবং ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে একটি করে প্রতিষ্ঠান।

বেসরকারি প্রতিষ্ঠানগুলো হলো: এভার কেয়ার হাসপাতাল ( সাবেক অ্যাপোলো হাসপাতাল), স্কয়ার হাসপাতাল, পুর্নাভা হেলথ বাংলাদেশে লিমিটেড, ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতাল, আনোয়ার খান মর্ডান মেডিক্যাল কলেজ হাসপাতাল, সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, বায়োমেড ডায়াগনস্টিক, ডিএমএফআর মলিকিউলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক, ল্যাব এইড হাসপাতাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতাল এবং কেয়ার মেডিক্যাল কলেজ।

রাজধানী ঢাকার বাইরের প্রতিষ্ঠান দুটি হচ্ছে বগুড়ার টিএমএসএস মেডিক্যাল কলেজ অ্যান্ড রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং চট্রগ্রামের শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ( পিটিই) লিমিটেড।
বর্তমানে দেশে ঢাকা ও ঢাকার বাইরে ৪২ টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD