জম্মু-কাশ্মিরের সোফিয়ানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে লড়াইয়ে ৫ জঙ্গি নিহত হয়েছে। ভারতের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, অপারেশন রেবানে সোফিয়ানে ৫ জঙ্গিকে হত্যা করা সম্ভব হয়েছে।
তিনি বলেন, ভালভাবে অপারেশন করা হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এক পুলিশ কর্মকর্তা জানান, নিরাপত্তাবাহিনী ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় দক্ষিণ কাশ্মিরের সোফিয়ানের রাবেন এলাকায়।
রবিবার সকালে সেই এলাকায় জঙ্গিদের থাকার খবর পাওয়ার পরেই অভিযান চালানো হয়। তিনি জানান, অভিযানকারী দলের তল্লাশি অভিযান চলাকালীন গুলি চালালে তল্লাশি অভিযান গুলির লড়াইয়ে পরিণত হয়।
লাইটনিউজ/এসআই