দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৮ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৬২ হাজার ৪১৭ জনে। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৫ জন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫২ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৪০৯ জন।
রোববার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি আরো বলেন, নতুন দুটি পরীক্ষাগারসহ মোট ৭৩টি পরীক্ষাগার চালু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৩ হাজার ৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৯৮৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো আট লাখ ৪৬ হাজার ৬২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৭৩৮ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬২ হাজার ৪১৭ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৫৫ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৫২ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯০৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৭২ হাজার ৬২৫ জনে।
তিনি জানান, মৃতের মধ্যে ৩৭ জন পুরুষ ও ১৮ জন নারী। গত ২৪ ঘণ্টায় শনাক্তের বিবেচনায় আক্রান্তের সংখ্যা ১৯ দশমিক ৫৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা হলো— ঢাকা ২৭,৩৩৫, চট্টগ্রাম ৮,০৩৫, নারায়ণগঞ্জ ৫,১৪৮, কুমিল্লা ৩,৬৭০, গাজীপুর ৩,২৭০, বগুড়া ২,৯১৮, সিলেট ২,৫৫০, কক্সবাজার ২,৫০৬, নোয়াখালী ২,১৮৯, ফরিদপুর ২,০৪৭, মুন্সীগঞ্জ ১,৯৪৪, খুলনা ১,৭৮৬, ময়মনসিংহ ১,৬৫৬, বরিশাল ১,৫৫৭, নরসিংদী ১,২৮০, কিশোরগঞ্জ ১,০৮৩, সুনামগঞ্জ ৯৫৯, চাঁদপুর ৯১৯, লক্ষ্মীপুর ৮৮৬, রংপুর ৮৩৫, ফেনী ৭৮৬, মাদারীপুর ৭৩৮, ব্রাহ্মণবাড়িয়া ৭৩৩, গোপালগঞ্জ ৬৮৪, টাঙ্গাইল ৬২৮, রাজশাহী ৬১০, হবিগঞ্জ ৬০৫, শরীয়তপুর ৫৮১, মানিকগঞ্জ ৫৭৬, দিনাজপুর ৫৬৩, যশোর ৫৫৫, জামালপুর ৫৪২, কুষ্টিয়া ৫৩৫, নেত্রকোনা ৫১১, রাজবাড়ী ৪৫৭, নওগাঁ ৪৫২, পাবনা ৪৪৭, সিরাজগঞ্জ ৪৩৯, পটুয়াখালী ৪৩১, মৌলভীবাজার ৪১৪, জয়পুরহাট ৩৬৬, নীলফামারী ৩২৭, বান্দরবান ৩১২, ভোলা ৩০৩, রাঙ্গামাটি ২৫৬, শেরপুর ২৪৭, বরগুনা ২৪৬, খাগড়াছড়ি ২৩৭, গাইবান্ধা ২৩৬, পিরোজপুর ২১৪, চুয়াডাঙা ২১২, ঠাকুরগাঁও ১৯৬, ঝালকাঠী ১৯৩, নাটোর ১৬৭, বাগেরহাট ১৬৬, ঝিনাইদহ ১৬৫, সাতক্ষীরা ১৫৯, নড়াইল ১৫৩, পঞ্চগড় ১৩২, কুড়িগ্রাম ১৩০, চাঁপাইনবাবগঞ্জ ১০১, লালমনিরহাট ৭৬ ও মেহেরপুর ৫৯ জন।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে গত বছরের ডিসেম্বরে ছড়ানো করোনাভাইরাসের ছোবলে গোটা বিশ্ব মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ এবং প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।