রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

ঘরে বসেই নতুন পর্বের শুটিং করলেন কপিল শর্মা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২০

করোনা সংক্রমণ রুখতে গোটা ভারত রয়েছে লকডাউনে। কড়া সতর্কতা চারদিকে। বন্ধ রয়েছে সব রকম শুটিং। কিন্তু কপিল শর্মা চুপ থাকলেন না। তার হাতে কপিল শর্মার শোয়ের স্টক এপিসোড শেষ। আপাতত অতীতের পর্বগুলোই ভরসা!

তবে পুরনো পর্ব দেখে দেখে একঘেয়ে হয়ে যাচ্ছেন অনেক দর্শক। তাই অভিনব এক আইডিয়া খুঁজে বের করলেন কপিল। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে ঘরে বসেই নতুন পর্বের শুটিং করলেন তিনি।

কপিল শর্মা আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। মেয়ে-স্ত্রীর সঙ্গে চুটিয়ে সময় কাটাচ্ছেন। কিন্তু পরিবারের সঙ্গে সময় কাটালেও কমেডি স্টেজটাকে কিন্তু বেশ মিস করছেন কপিল। তাই সিদ্ধান্ত নিয়েছেন এবার বাড়ি বসেই কপিল শর্মার শো নিজেই শুট করে ফেলবেন। কিন্তু তাতে থাকবে না লাইভ দর্শক। সূত্রের খবর এমনটাই বলছে।

কপিল শর্মা অবশ্য নিজে থেকে অফিশিয়ালি কিছু ঘোষণা করেননি এই বিষয়ে। তিনি ব্যস্ত খুদে মেয়েকে নিয়ে খেলতে আর খাওয়া-দাওয়া করতে, জানিয়েছেন নিজেই।

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় দিন কয়েক আগেই প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা দান করেছিলেন কপিল।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD