রাজধানীর বাড্ডার ডি আই টি প্রজেক্টের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অচেতন অবস্থায় পুলিশসহ সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- শাহাদাত (২১) ও ইয়াসিন (২০)। তাদের শাহাদাতের বাড়ি নোয়াখালী ও ইয়াসিনের বাড়ি শেরপুরে।
বাড্ডা থানার এসআই মো. শহিদুল ইসলাম বলেন, বাড্ডার ডি আই টি প্রজেক্ট ১১ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে, সেখানে সেফটি ট্যাংক খোলার কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। পাশাপাশি সেখানে বৃষ্টিতে জমা পানি বের করার জন্য পানির ছাড়ার পরে, মোটরের বিদ্যুৎ তার পানির সাথে কোন ভাবে আর্থিং হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় দুই শ্রমিক। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সেখানকার কর্তব্যরত দু’জনকেই মৃত ঘোষণা করেন।
লাইটনিউজ/এসআই