করোনাভাইরাসের কারনে বন্ধ হয়ে আছে বিশ্বের সমস্ত ক্রীড়া ইভেন্ট। এর ব্যতিক্রম নয় ক্রিকেটও। যার ফলে গৃহবন্দি হয়ে আছেন তারকা ক্রিকেটাররা।
তবে এরই মধ্যে ভক্তদের বিনোদন দিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে খানিক প্রশান্তির উপাদান এনেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল।
ক্রিকেট অনুরাগীদের মনের প্রফুল্লতা ফেরানার উদ্যোগে মাঠের বাহিরে তামিম এখন সঞ্চালকের ভূমিকায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে ক্রিকেটারদের সঙ্গে তামিমের উপস্থাপনায় খোলামেলা কথোপকথন দেখে, অল্প সময়ের জন্য হলেও কারও কারও মানসিক অস্থিরতা কাটছে।
গত ২ মে (শনিবার) সতীর্থ ক্রিকেটার মুশফিকুর রহীমকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ আড্ডার শুরু। পর্যায়ক্রমে মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফী বিন মোর্ত্তজা, রুবেল হোসেন-তাসকিন আহমেদকে নিয়ে আরও তিনটি লাইভ অনুষ্ঠান করেন তামিম।
এরপর জাতীয় দলের তিন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, খালেদ মাহমুদ সুজন ও নাইমুর রহমান দুর্জয়ের সঙ্গেও দারুণ আড্ডায় মেতেছেন তামিম। এবার সেই লাইভ আড্ডা দেশ ছাড়িয়ে চলে যাচ্ছে দেশের বাইরে।
গত ১৩ মে (বুধবার) তামিম ইকবালের ফেসবুক লাইভে অতিথি হয়ে আসেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
এইখানেই শেষ নয়! তামিমের ফেসবুক লাইভের পরবর্তী আকর্ষণ হিসেবে ডু প্লেসিসের পর গেল শুক্রবার (১৫ মে) আড্ডায় যোগ দিয়েছিলেন বিশ্বের অন্যতম সেরা ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মা।
এদিকে ফাফ ডু প্লেসিস ও রোহিত শর্মার পর আরও বড় চমক দিতে যাচ্ছেন তামিম। এবার তার ক্রিকেটীয় লাইভ আড্ডায় অতিথি হিসেবে আসছেন বিরাট কোহলি।
লাইট নিউজ