বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

পরিচালক ফোন করে প্রভাকে যা বললেন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২০

সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের গুণে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণে সমালোচনার মুখে পড়লেও সেসবে কান দেন না এই অভিনেত্রী। কাজ করে যাচ্ছেন আপন মনে।

করোনাভাইরাসের কারণে এখন গৃহবন্দি সবাই। আর সেই তালিকা থেকে বাদ যাননি এ অভিনেত্রীও। এই সময় তিনি নিজের সময় কাটাচ্ছেন ছবি এঁকে, জামাকাপড় ডিজাইন করে। এছাড়া মেডিটশন আর নামাজ রোজা নিয়ে ব্যস্ত আছেন বলেও জানান প্রভা।

মন খারাপ হলে কী করেন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, একবার সেটে আমার মন খারাপ ছিলো। কিন্তু আমার চরিত্রটা বেশ হাসিখুশি, মজার ছিল। কিন্তু সেই অবস্থায় হাসিখুশি হওয়াটা একটু কষ্টাকর ছিলো।

এমন সময় পরিচালক বললেন, তুমি বরং সময় নাও। পরে কাজ করো। আমি বললাম, আপনি ‘অ্যাকশন’ বলেন। কাজ শেষ করে বাড়ি ফিরলাম। রাতে পরিচালক ফোন করে বলেন, অ্যাকশন আর কাটের মাঝখানে তুমি একেবারে অন্য একজন হয়ে যাও। আমি বললাম, হ্যাঁ, তখন আমার মাথায় অন্য কিচ্ছু থাকে না। আমি আর সবকিছু ভুলে যাই, প্রভাকে তখন চিনি না।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD