লাইট নিউজ প্রতিবেদক : মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু বলেন, করোনা ভাইরোসের সংক্রমণ রোধে ইমাম-মোয়াজ্জিনদের বড় ভূমিকা রয়েছে। প্রতি ওয়াক্ত নামাজের পরে তারা মুসুল্লীদের উদ্দেশ্যে সচেতন বার্তা প্রদান করেন। যার মাধ্যমে সমাজের সকলের মাঝে একটি বার্তা পৌছে যায়।
আজ রবিবার দুপুরে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতিতে মধুখালী উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তিনি বলেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সকলের সচেতনতার বিকল্প নেই। পরে তিনি উপস্থিত ইমামদের মাঝে অনুদানের টাকা বিতরণ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায় ৫০০০ টাকা করে উপজেলার ৪৪৯ টি মসজিদের ইমামদের ও মোয়াজ্জিনদের এ অর্থ প্রদান করা হয়।মধুখালী উপজেলা নির্বাহি অফিসার মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরো আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক মধুখালী, পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান, মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ ও মোরশেদা আক্তার মিনা, মধুখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক সিকদারসহ মধুখালী উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
লাইট নিউজ/এসএমআবা