শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

ভারতের রাষ্ট্রপতি ভবনে করোনার হানা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০

 

ভারতের রাষ্ট্রপতি ভবনেও করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। নমুনা পরীক্ষার পর ভবনের একজন পরিচ্ছন্নতাকর্মীর দেহে কভিড-১৯ শনাক্ত হয়েছে। এই ঘটনায় ব্যাপক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। ওই পরিচ্ছন্নতাকর্মীর সংস্পর্শে এসেছেন এমন ১০০ জনকে বাছাই করে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। পরিস্থিতি দেখে প্রয়োজনে রাষ্ট্রপতিকেও অন্যত্র সরিয়ে নেওয়ার কথা ভাবছে ভারত সরকার।

 

সচিব পর্যায়ের বেশ কয়েকজন রাষ্ট্রপতি ভবনে কর্মরত ছিলেন, যারা কোনো না কোনো সময় ওই পরিচ্ছন্নতাকর্মীর সংস্পর্শে এসেছেন। সরকার তাদের পরিবারকেও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য নির্দেশ দিয়েছে।

 

সবশেষ খবর অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৫৩৯ জন। মৃত্যুবরণ করেছেন ৫৯০ জন। গতকাল ২৪ ঘণ্টায় আক্রান্ত হওয়া নতুন রোগীর সংখ্যা ৯২৪ জন, মৃত্যু হয়েছে ৩৩ জনের। দেশটিতে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৭৩ জন।

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD