কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ঝড় ও শিলাবৃষ্টির খবর পাওয়া গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার কয়েকটি ইউনিয়নে হালকা বৃষ্টি সহ ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানে। এতে আমের মুকুল ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান,বুধবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার সদর, পাইকেরছড়া,বলদিয়া সহ কয়েকটি ইউনিয়নে প্রায় ৪০ মিনিট ধরে হালকা বৃষ্টির সাথে প্রচন্ড ঝড় ও শিলাবৃষ্টি হয়। এসময় উপজেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
পাইকেরছড়া ইউনিয়নের বাসিন্দা আরিফ জানান, রাতে হঠাৎ করে ঝড়ের সাথে শিলা বৃষ্টি শুরু হয়। প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় এ তান্ডব চলে। তবে রাত হওয়ায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির ধরণ ও পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।