শুক্রবার, ২৮ মার্চ ২০২৫, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও জুনে চলে যায় কীভাবে, প্রশ্ন রিজভীর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা সিঙ্গাপুর-যুক্তরাজ্য থেকে আসবে ২ কার্গো এলএনজি, ব্যয় ১৩৬৬ কোটি রোহিঙ্গা প্রত্যাবাসনে এশীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের ২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে যা জানালেন আর্জেন্টাইন কোচ মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ে জিরো টলারেন্স ঈদের ছুটিতে ঢাকাবাসী নিরাপদ থাকবেন: স্বরাষ্ট্র সচিব গাজায় হঠাৎ হামাসের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ শফিক রেহমানকে যায়যায়দিনের ডিক্লারেশন দেওয়া কেন অবৈধ নয় : হাইকোর্ট বাংলাদেশে কারখানা স্থানান্তরে সহায়তা করবে চীনা এক্সিম ব্যাংক

মেসির জায়গা নিতে পারে কেবল নেইমারই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২০

নেইমার জুনিয়র যখন বার্সায় যোগ দিলেন, তখন আর্জেন্টিনা-ব্রাজিলের দারুণ এক সমন্বয় ঘটেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসি আর ব্রাজিলের সেরা তারকা নেইমার- দুজন মিলে নেমেছিলেন বার্সাকে সেরা বানানোর মিশনে।

কিন্তু বেশিদিন টেকেনি এই মিশন। চার মৌসুম বার্সায় খেলার পর ২০১৭-১৮ মৌসুমে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে চলে যান নেইমার। অথচ ভাবা হচ্ছিল, মেসির অবসরের নেইমারই হবেন বার্সার সর্বেসর্বা।

ক্লাব ছেড়ে যাওয়ায় সে সম্ভাবনা অনেকাংশেই কমে গেছে নেইমারের। তবে এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে, নতুন মৌসুমে নেইমারকে দলে ফেরাবে বার্সেলোনা। শুধু তাই নয়, ব্রাজিলের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মাজিনহোর মতে, বার্সায় মেসির একমাত্র বিকল্প নেইমার।

২৮ বছর বয়সী নেইমারের বার্সায় ফিরে আসার গুঞ্জনে আরেকটু হাওয়া দিয়ে রেডিও মার্কার সঙ্গে আলাপে মাজিনহো বলেন, ‘নেইমার ফিরে এলে বার্সেলোনার খুশিই হওয়া উচিৎ। সে মেসির সহজাত বিকল্প। মেসির জায়গা নেয়ার মত আর কেউ নেই।’

শুধু মাজিনহো একাই নন, ব্রাজিলের আরেক বিশ্বকাপজয়ী কিংবদন্তি ফুটবলার রিভালদোও বলেছিলেন, নেইমারের উচিৎ এখনই বার্সায় ফিরে আসা। কারণ বয়স মাত্র ২৮ হওয়ায়, সামনের ক্যারিয়ারে অনেক কিছু করার সুযোগ রয়েছে নেইমারের সামনে।

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD