রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

রিয়ালকে বার্সার চ্যালেঞ্জ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুন, ২০২০

 

এই মৌসুমের শুরু থেকেই ভীষণ জমজমাট স্প্যানিশ লা লিগা। মৌসুমের বড় একটা সময়জুড়ে শীর্ষস্থান নিয়ে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। মৌসুমের শেষ দিকেও তা অব্যাহত আছে। কার্যত বার্সার কাঁধে তপ্ত নিঃশ্বাস ফেলছে জিনেদিন জিদানের দল। চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে রিয়াল।

লিগের সবচেয়ে রোমাঞ্চকর ‘এল ক্লাসিকো’তে হারেনি রিয়াল মাদ্রিদ। তবু শীর্ষস্থান অটুট রাখতে পারেনি তারা। বরং পঁচা শামুকে পা কাটিয়েছে জিদানের দল। তবে রিয়ালকে হারাতে না পারলেও চিরপ্রতিদ্বন্দ্বীর হোঁচটের ফায়দা নিয়েছে বার্সা। মৌসুমের দ্বিতীয় ‘এল ক্লাসিকো’তে হারের পরের রাউন্ডেই শীর্ষে উঠে এসেছে তারা।

লিগে যখন তুমুল উত্তেজনা তখনই বাধ সাধে মহামারি রূপ নেওয়া করনোভাইরাস। কোভিড-১৯ আতঙ্কের কারণে প্রায় তিন মাসের জন্য লিগ স্থগিত হয়ে যায়। দীর্ঘ বিরতি শেষে আগামী ১১ জুন বল গড়াচ্ছে মাঠে। যদিও বার্সা একদিন এবং রিয়াল মাঠে নামবে দুদিন পর। আপাতত ২৭ ম্যাচ ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। রিয়ালের পয়েন্ট ৫৬।

নিজেদের এই অবস্থান মৌসুমের শেষ পর্যন্ত অক্ষত রাখতে চায় কাতালানরা। তাই বাকি ম্যাচগুলো জিততে চায় বার্সা। সে লক্ষ্যে গেল সপ্তাহ থেকে অনুশীলন শুরু করেছে বার্সা। এরপর রোববারই ক্লাবের প্রতিনিধি হিসেবে কথা বলেছেন প্রধান কোচ কিকে সেতিয়েন। যেখানে নিকটতম ভবিষ্যতে নিজেদের স্বপ্ন ও আশার কথা জানান তিনি।

শিষ্যদের সতর্ক করে ক্লাবের ওয়েবসাইটে এতিয়েন বলেছেন, ‘এখন পরিস্থিতি ভিন্ন রকম। আমরা অনেক দিন পর মাঠে নামতে যাচ্ছি। সামনে কঠিন সময় আসছে। চ্যাম্পিয়ন হতে হলে আমাদের মৌসুমের বাকি সবক’টা ম্যাচ জিততে হবে।’ অবশ্য লিগ শুরু হলেও দলগুলো খেলবে রুদ্ধধার স্টেডিয়ামে। তাতে কিছুটা হতাশ বার্সা কোচ।

তবে বাস্তবতা মানছেন এতিয়েন। সমর্থকদের উদ্দেশ্যে ৬১ বছর বয়সী এতিয়েন বলেছেন, ‘আমরা তাদের অনুপ্রেরণা ও সমর্থন মিস করব। মাঠে তাদের বড় একটা প্রভাব থাকে। এটা বিশেষ একটা পরিস্থিতি। আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করব। আমাদের প্রতিপক্ষের জন্যও তাই। তবে সমর্থকদের খুশি করতে আমরা সবটুকু উজাড় করে দেব।’

লাইট নিউজ/আই

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD