শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

রৌমারীতে চাচার হাতে ভাতিজা খুন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

 

লাইট নিউজ প্রতিবেদক : রৌমারী উপজেলার সীমান্ত এলাকায় ঠুনকো অজুহাতে চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে।

পারিবারিক বিরোধকে কেন্দ্র করে চাচা আছিম উদ্দিন (৪৫) পরিকল্পিতভাবে ভাতিজা আকবর আলীর (২৭) বুকে সুড়কি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় সে।

পরে গ্রামবাসী আছিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আজ বৃহষ্পতিবার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের উত্তর আলগার চর সীমান্তে ওই ঘটনা ঘটে।নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে এসই তথ্য।
নিহতের স্বজন ও গ্রামবাসীদের সূত্রে জানা গেছে, নিহত আকবর আলী আজ সকালের দিকো আছিম উদ্দিনের বাড়িতে গেলে আগে চাচা আছিম উদ্দিন আচমকা সুড়কি দিয়ে আঘাত করে ভাতিজার বুকে। পরে আহত অবস্থায় তাকে রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলওয়ার হাসান ইনাম জানান, খুনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।নিহতের পরিবারের থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

লাইট নিউজ / রুস

 

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD