একাদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবং সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির একান্ত সচিব আহাদ মো. সাঈদ হায়দার উপাধ্যক্ষ আব্দুস শহীদের করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্যার সুস্থ আছেন। দেশবাসী এবং শ্রীমঙ্গল -কমলগঞ্জের সবার কাছে দোয়া চেয়েছেন ।
বর্তমানে তিনি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। তবে অবস্থার অবনতি হলে সিএমএইচ নেওয়া হতে পারে।
লাইটনিউজ/এসআই