বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় মালিতে নিহত ২০

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ মে, ২০২০

পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণাঞ্চলে একটি মিনিবাসের চাকা বিস্ফোরিত হয়ে রাস্তা উল্টে গেলে বিপরীত দিক থেকে প্রচণ্ড গতিতে আসা একটি লরির ধাক্কায় এটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই ২০ জন প্রাণ হারান। গুরুতর আহত হন আরও ১১ জন। আহতদের উদ্ধার করে রাজধানীর বামাকোর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালির পরিবহন মন্ত্রী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর এএফপি।

স্থানীয় সময় বুধবার এক বিবৃতিতে পরিবহন মন্ত্রী জানান, রাজধানী বামাকো থেকে ৫০ কিলোমিটার পূর্বে নারিনা শহরের সংযোগ সড়কে স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

মিনিবাসটির একটি চাকা বিস্ফোরিত হয়ে এটি রাস্তার ওপর উল্টে যায়। এ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি বাসটিকে দুমড়ে-মুচড়ে দেয়।

এতে ওই হতাহতের ঘটনা ঘটে। তবে স্থানীয় গণমাধ্যম বলছে নিহতের সংখ্যা ২৩।

মালিতে সড়ক দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। দেশটির সড়কগুলোর বেহাল দশাই এক অন্যতম প্রধান কারণ।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ
© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD