নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার আদাউড়া হাওড় থেকে মো. কাইয়ুম (২৫) নামে এক ট্রলারচালকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার চার দিন পর বুধবার দুপুরে তার লাশের সন্ধান মেলে। কাইয়ুম খালিয়াজুরী সদর ইউনিয়নের আমানিপুর গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
জানা গেছে, কাইয়ুম গত রবিবার দুপুরে তার ট্রলার (ইঞ্জিচালিত নৌকা) নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর সে বাড়ি ফিরেনি। বুধবার দুপুরে আদাউড়া হাওড়ে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খালিয়াজুরী থানা পুলিশ গিয়ে গলিত লাশটি উদ্ধার করে।
খালিয়াজুরী থানার ওসি এ টি এম মাহমুদুল হক জানান, উদ্ধারের সময় লাশের পা গামছা দিয়ে বাঁধা ছিল। এ ছাড়া তার পিঠেও আঘাতের চিহ্ন রয়েছে। উদ্ধারের পর লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।