অধস্তন আদালতের ২১ বিচারক ও ৬২ কর্মচারী করোনায় আক্রান্ত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আইন ও বিচার বিভাগ পরিচালিত করোনা মনিটরিং ডেস্ক দেয়া তথ্য অনুযায়ী অধস্তন আদালতের মোট ৮৩ জন বিচারক ও কর্মচারী করোনা ভাইরাস জনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে আজ জানানো হয়। এর মধ্যে ২১ জন বিচারক এবং ৬২ জন কর্মচারী।
এছাড়া নওগাঁ জেলা জজ আদালতের মহিউদ্দিন মোহন নামক একজন অফিস সহায়ক করোনা উপসর্গ নিয়ে ইন্তেকাল করেছেন। তবে তাঁর করোনা টেস্টিং রিপোর্ট এখনও পাওয়া যায়নি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, এমপি আইন ও বিচার বিভাগ পরিচালিত মনিটরিং ডেস্ক এর রিপোর্ট প্রতিদিন পর্যবেক্ষণ করছেন এবং আক্রান্তদের খোঁজ-খবর রাখছেন। এজন্য আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার প্রতিদিনের রিপোর্ট রাত ১০ টার মধ্যে আইনমন্ত্রীকে অবহিত করছেন এবং মন্ত্রীর পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছেন।
আক্রান্ত বিচারকদের ইতোমধ্যে মধ্যে সুস্থ হয়েছেন ২ (দুই) জন, তাঁরা হলেন: নেত্রকোণার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির এবং মুন্সিগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান।
আক্রান্ত কর্মচারীদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ১ জন। তিনি হলেন- আবদুল বারি, অফিস সহায়ক, জেলা জজ আদালত, নারায়ণগঞ্জ। মৃত্যুবরণ করেছেন কাওছার মিয়া, জারীকারক, জেলা জজ আদালত, মাদারীপুর।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এসব তথ্য জানান। তিনি জানান, এ তথ্য গতকাল ২০ জুন রাত পর্যন্ত।
লাইটনিউজ/এসআই