শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন

ইথিওপিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত অন্তত ১৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

ইথিওপিয়ার পূর্বাঞ্চলে একটি ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ২৯ জন আহত হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের মতে, ঘটনাটি ভোর ২টার দিকে ঘটে যখন যাত্রীবাহী ট্রেনটি জিবুতির সীমান্তের কাছে অবস্থিত দেওয়েলে শহর থেকে দিরি দাওয়া পর্যন্ত ২০০ কিলোমিটার রুটে যাচ্ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম দিরি টিভির ফেসবুক পোস্ট অনুযায়ী, ‘দিরি দাওয়া-দেওয়েলে রুটে ঘটা একটি দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ২৯ জন গুরুতর ও সামান্য আহত হয়েছে।

সংবাদমাধ্যমটি প্রকাশিত ছবিতে দেখা যায়, ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে গেছে এবং অন্যগুলো দুমড়ে-মুচড়ে গেছে।

আফ্রিকার দ্বিতীয় জনবহুল দেশ (প্রায় ১৩ কোটি বাসিন্দা) ইথিওপিয়ায় ট্রেনের দুর্ঘটনা তুলনামূলকভাবে বিরল।

তবে ১৯৮৫ সালে জিবুতি থেকে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাগামী একটি ট্রেন খাদে পড়ে গেলে ৪০০ জনেরও বেশি মানুষ নিহত এবং ৫০০ জন আহত হয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD